JCI Dhaka West আয়োজিত Battle of the Brush 7.0 চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অনলাইন এবং অফলাইন দুই ভাবেই অংশগ্রহন করা যাবে।

অনলাইন প্রতিযোগিতা অংশগ্রহন করার নিয়মঃ

আগ্রহী অংশগ্রহনকারীরা নিজেদের আকা চিত্রাঙ্কন এর ছবি তুলে আমাদের ওয়েবসাইটে আপলোড করে অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারবে। প্রতিটি ডিভিশন থেকে সেরা ৩ জন প্রতিযোগীকে অনলাইন ভোটিং এবং বিচারকদের রায় এর মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে।

অনলাইন প্রতিযোগিতায় চিত্রাঙ্কন এর থিমঃ

এবারের অনলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় থিম বা বিষয় নির্ধারন করা হয়েছে “Festivals Of Bangladesh”

অনলাইন প্রতিযোগিতায় চিত্রাঙ্কন সাবমিট করার নিয়মঃ

স্টেপ ১ – প্রতিযোগীর নাম, গার্ডিয়ানের ফোন নাম্বার, ইমেইল এড্রেস লিখে অংশগ্রহনকারীর আকা চিত্রাঙ্কন এর ছবি তুলে আমাদের ওয়েবসাইটে আপলোড হবে।

স্টেপ ২ – অংশগ্রহনকারীর আকা চিত্রাঙ্কন এর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে এবং পরিচিত সবাইকে ইন্সপায়ার করতে হবে ছবিতে ভোট দেয়ার জন্য।

অনলাইন প্রতিযোগিতায় চিত্রাঙ্কন সাবমিট করার শেষ সময় - ১ নভেম্বর, ২০২৩

অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহন ফি - সম্পুর্ন ফ্রি।

অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহনকারি বিজয়ীদের পুরষ্কারঃ

প্রতিটি ডিভিশন থেকে সেরা ৩ জন প্রতিযোগীকে অনলাইন ভোটিং এবং বিচারকদের রায় এর মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে, বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় উপহার। বিজয়ীরা সুযোগ পাবেন আমাদের অফলাইন প্রতিযোগিতার ইভেন্ট লোকেশনে এসে পুরষ্কার গ্রহন করার।

অফলাইন প্রতিযোগিতায় অংশগ্রহন করার নিয়মঃ

স্টেপ ১ – অফলাইন প্রতিযোগিতায় অংশগ্রহন করতে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হবার পর আমাদের পক্ষ থেকে অফলাইন প্রতিযোগিতার বিস্তারিত তথ্য ইমেইল এর মাধ্যমে, এসএমএস এবং ফোন করে জানিয়ে দেয়া হবে।

স্টেপ ২ – ৪ নভেম্বর, ২০২৩  সকাল ১০ঃ০০ টায় অফলাইন প্রতিযোগিতার ইভেন্ট লোকেশন এ উপস্থিত হয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে।

অফলাইন প্রতিযোগিতায় রেজিস্ট্রেশন করার শেষ সময় - ২ নভেম্বর, ২০২৩

অফলাইন প্রতিযোগিতায় চিত্রাঙ্কন এর থিমঃ

এবারের অফলাইন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় থিম বা বিষয় নির্ধারন করা হয়েছে “Festivals Of Bangladesh”

অফলাইন প্রতিযোগিতায় অংশগ্রহনকারি বিজয়ীদের পুরষ্কারঃ

প্রতি ক্যাটাগরি থেকে সেরা ৩ জন প্রতিযোগীকে বিচারকদের রায় এর মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে, বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষনীয় উপহার। প্রত্যেক অংশগ্রহনকারীর জন্যে থাকছে সার্টিফিকেট।

অফলাইন প্রতিযোগিতার ইভেন্ট লোকেশনঃ

ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার, ধানমন্ডি, ঢাকা

তারিখঃ ৪ নভেম্বর, ২০২৩। 

সময়ঃ সকাল ১০ঃ০০ টা