Battle of the Brush 2.0 Grand Finale

বার্জারের সহায়তায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মানার্থে জে সি আই ঢাকা ওয়েস্ট আবারো আয়োজন করেছিলো তাদের মূল চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠান তুলির লড়াই (ব্যাটেল অফ ব্রাশ)। শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের সাথে সাধারণ শিশু-কিশোরদের মিলনের এক চমকপ্রদ আয়োজন হচ্ছে ব্যাটেল অফ ব্রাশ ২.০।

৪৬টি স্কুল থেকে ৫৩০টি শিশু অংশ নেয় প্রাথমিক পর্যায়ে। ৫৩০ জনের আঁকা ছবি থেকে বের করা হয় সেরা ৬০টি ছবি। ৬০ জন সেরা প্রতিযোগী এবং ৫০ জন প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজিত হয় ফাইনাল।
জেসিআই ঢাকা ওয়েস্ট এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশে ভিন্নভাবে-সমর্থ এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষার সমান সুযোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে চায়।
এখানে সেই ফাইনালের কিছু মুহূর্ত। ধন্যবাদ ArtLand কে সুন্দর কিছু মুহূর্তকে ক্যামেরাবন্দী করার জন্য।

Facebook
Twitter
LinkedIn
Pinterest

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *